Tirupati (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লিঃ টিকিট বিলি ঘরে তীব্র বিশৃঙ্খলা। তিরুপতি মন্দিরে(Tirupati Temple) পদপিষ্ট(Stampede) হয়ে মৃত্যু ৬ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। আহত প্রায় ৪০ জন। আহতদের শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। বুধবার রাতে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী দফতর থেকে লেখা হয়, "তিরুপতির ঘটনায় শোকাহত। নিহতদের পরিবারের পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। অন্ধ্রপ্রদেশ সরকার সবরকম সাহায্যের জন্য প্রস্তুত।"

তিরুপতি মন্দিরে মর্মান্তিক ঘটনা

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে শাহ লিখছেন, "তিরুপতির ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। মৃতদের আত্মা শান্তি পাক। এই ঘটনা কীভাবে ঘটল তা ভেবেই আমি হতবাক। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই প্রার্থনা করছি।" এ ছাড়া এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। প্রসঙ্গত, সামনেই বৈকুণ্ঠ একাদশী। আর এই বৈকুণ্ঠ একাদশীর সময় বৈকুণ্ঠদ্বার দর্শনের সুযোগ পান পুণ্যার্থীরা। বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্য আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয়। বুধবার সকাল থেকে ওই টিকিট সংগ্রহের জন্য ভিড় করেন বহু ভক্ত। সন্ধ্যায় টিকিট কেন্দ্রের সামনে কমপক্ষে ৪ হাজারের বেশি মানুষের ভিড় ছিল। বৈরাগী পট্টিতা পার্কে টোকেন বিলির সময় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়।

তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনের