নতুন দিল্লি, ১৮ অগাস্ট: এম পক্স বা মাঙ্কি পক্স নিয়ে স্বাস্থ্যে বিশ্বব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। আফ্রিকা মহাদেশের বেশ কিছু দেশে অতিমারীর পর্যায়ে যাওয়ার পর এমপক্স (Mpox) বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ইউএই ফেরত এক ব্যক্তি পাকিস্তানে নামলে তাঁর দেহে এমপক্স ভাইরাস ধরা পড়ে। এম পক্স নিয়ে সতর্ক ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এই বিষয়ে ক্রমাগত নজর রাখছেন। এমন কথাই জানাল প্রধানমন্ত্রীর দফতর (PMO)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মত প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র দেশের এম পক্স পরিস্থিতি মোকাবিলার বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আগামী দিনে ভারতে এম পক্স বড় আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম বলা হয়েছে।
দেখুন খবরটি
#NewsAlert | PMO: PM Modi continues to monitor the Mpox situation in view of its declaration as a Public Health Emergency of International Concern by WHO@narendramodi @PMOIndia pic.twitter.com/AuBJDlFIfE
— ET NOW (@ETNOWlive) August 18, 2024
এখন দেশে কেউ এমপক্স আক্রান্ত নেই। ২০২২ সাল থেকে হু এম পক্স-কে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় ঘোষণার পর থেকে ভারতে মোট ৩০ জন আক্রান্ত হয়েছে। দেশে শেষবার এমপক্সে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল চলতি বছর মার্চে।