দেশের বিভিন্ন প্রান্তেই শুরু হয়েছ ঝড়বৃষ্টি। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই ঝড়বৃষ্টির কারণে ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এছাড়া সমতল বা উপকূলবর্তী এলাকায় সাইক্লোনের মতো ঘটনা ঘটে। আর এই প্রাকৃতিক দুর্যোগে ঘরছাড়া হন অসংখ্য মানুষ। তাঁদের মধ্যে কয়েকজনের মৃত্যুও হয়। তবে এবার থেকে এই বিপর্যয়কে মোকাবিলার সময় নিজেদেরকেও সচেতন থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর মতে, আগামী দিনে উচ্চশিক্ষায় বিপর্যয় মোকাবিলার একটি কোর্স বাধ্যতামূলকভাবে থাকা উচিত।

বিপর্যয়কে মোকাবিলা করতে প্রয়োজনীয় পদক্ষেপের বার্তা

প্রধানমন্ত্রী এদিন বলেন, আমরা ১৯৯৯ সালের সুপার সাইক্লোন দেখেছি, ২০০৪ সালের সুনামী দেখেছি। বিপর্যয়গুলির পর আমরা নিজেদের সামলে দেশকে পুননির্মাণ করেছি। ঝূঁকিপূর্ণ এলাকায় আমরা আশ্রয়কেন্দ্র তৈরি করেছি। আমরা ২৯টি দেশে সুনামী সতর্কতা ব্যবস্থা তৈরিতে সহায়তা করেছি। আগামীদিনে এই ক্ষেত্রকেও আমরা যথেষ্ট উন্নত করব। তবে এখন থেকেই আমাদেরকেও এই বিষয়কে গুরুত্ব দিয়ে দেখা উচিত।

দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য

দক্ষ কর্মীবাহিনীর প্রয়োজন

তিনি আরও বলেন, আমার মতে, দেশে দুর্যোগ মোকাবিলার উপর কোর্স, মডিউল, দক্ষতা উন্নয়ন কর্মসূচিকে উচ্চশিক্ষার অংশ হওয়া উচিত। এই নিয়ে আমাদের মধ্যে সচেতনতা বাড়লে পরবর্তীকালে বড়সড় দুর্যোগ হলে আমরা দক্ষ কর্মীবাহিনী গঠন করতে পারব। এতে দুর্যোগ মোকাবিলার পাশাপাশি দেশের পুনর্নিমাণ করতেও সহায়তা করবে।