PM Narendra Modi. (Photo Credits: X)

গুয়াহাটির স্টেডিয়ামে অসম সরকারের ঝুমোইর বিনোদনীর অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। অসমের চা শিল্পের ২০০ বছরের পূর্তিতে এই অনুষ্ঠানের আয়োজন করে হেমন্ত বিশ্ব শর্মা-র সরকার। সারুসাজাই স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীদের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে মাদল বাজালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর পাশে দাঁড়িয়ে হাততালি দিয়ে উৎসাহিত করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma)।

৮ হাজার ৬০০ জনের মনমুগ্ধ করা পারফরম্যান্স

চা বাগানের ৮ হাজার ৬০০ জন শ্রমিক ও স্থানীয় শিল্পীরা প্রধানমন্ত্রীর সামনে বিশেষ নৃত্য পরিবেশন করলেন।

সব কিছু দেখে আবেগতাড়িত হয়ে পড়লেন মোদী। অসমের চা বাগানের শ্রমিকদের উদ্দেশ্যে হাত নেড়ে বললেন, তিনি তাদের অসুবিধার কথা বোঝেন।

দেখুন ড্রাম বাজাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী ভিডিয়ো

 

গুয়াহাটির স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সামনে নৃত্য পরিবেশন

গুয়াহাটির রাস্তায় রোড শো প্রধানমন্ত্রী মোদীর

এদিকে, গুয়াহাটির রাস্তা হুডখোলা গাড়িতে উঠে রোড শোও করেন মোদী। অসমে হিমন্ত বিশ্ব শর্মা-র সরকারের কাজের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।