নয়াদিল্লিঃ সকলের সঙ্গে মিশতে পছন্দ করেন। কখনও খুদেদের সঙ্গে আলাপ কখনও আবার সাধারণ মানুষের সঙ্গে আলাপ, এই ধরনের আচরণের জন্য বেশ পরিচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এ বার ঐতিহ্যের প্রতি সম্নান জানিয়ে খালি পায়ে মঞ্চে উঠে দেশবাসীর মন জয় করলেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে বিজ্ঞান ভবনে নভকর মহামন্ত্র ( Navkar Mahamantra ) দিবসে যোগদানের সময় পায়ের জুতো খুলে রেখে মঞ্চে ওঠেন নমো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিয়ো।
নগ্ন পায়ে চেয়ার মঞ্চে উঠলেন মোদী
জানা গিয়েছে, এদিন জৈন সম্প্রদায়ের নভকর মহামন্ত্র অনুষ্ঠানে হাজির ছিলেন মোদী। এদিন জৈনদের পরম্পরা ও জৈন ধর্মের প্রতি সম্নান জানিয়ে মঞ্চে ওঠার আগে জুতো খুলে রাখেন মোদী। এরপর মঞ্চে তাঁর জন্য রাখা আসনে গিয়ে বসেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোদী। নভকর মহামন্ত্র সভায় উপস্থিত হয়ে মোদী বলেন, "আমাদের বিশ্বাসের কেন্দ্র হল এই নভকর মহামন্ত্র। উন্নত ভারতের সঙ্গে এই নভকর মহামন্ত্রের যোগ রয়েছে। আমি আগেই বলেছিলাম উন্নত ভারত তার ঐতিহ্যকেও সমানভাবে বহন করে। এই ভারত যেন না থামে। আমরা উন্নতির শিখর স্পর্শ করব। তবে শিকড় ভুললে চলবে না। ঐতিহ্যকে রক্ষা করতেই হবে।"পাশাপাশি এই অনুষ্ঠানে ভারতের সংস্কৃতিতে জৈন ধর্মের অবদানও তুলে ধরেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, "কৃত ও পালিকে শাস্ত্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়ছে কেন্দ্রের তরফে।"
'শিকড় ভোলা যাবে না' খালি পায়ে নভকর মহামন্ত্রের মঞ্চে মোদী
PM Modi attends Navkar Mahamantra program barefoot in reverence, sits among public
Read @ANI Story | https://t.co/JqFnAu8jL2#PMModi #NavkarMahamantra #Delhi pic.twitter.com/VHKtBhsg4H
— ANI Digital (@ani_digital) April 9, 2025