PM Modi at Adampur Air Base (Photo Credits: ANI)

জলন্ধর, ১৩ মেঃ সোমবার রাতে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। অপারেশন সিঁদুর (Operation Sindoor) সালফ্য গাথা তুলে ধরেছেন জনগণের সামনে। ভারতের সেনা বাহিনী, গোয়েন্দা এবং বৈজ্ঞানিকদের স্যালুট ঠুকেছেন মোদী। আজ মঙ্গলবার অপারেশন সিঁদুরের হিরোদের সঙ্গে দেখা করতে পাঞ্জাবের জলন্ধরের আদমপুর এয়ারবেস বা বায়ুসেনা ঘাঁটিতে (Adampur Air Base)) হাজির হন প্রধানমন্ত্রী। পাকিস্তানকে প্রতিরোধ করতে বায়ুসেনাদের অদম্য সাহসিকতার প্রশংসা করলেন। তাঁদের মনের জোর বাড়ালেন। বীর, সাহসী যোদ্ধাদের মাঝে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে ছবিও তুললেন নমো। ভারত-পাকিস্তানের সামরিক সমঝোতার দুদিনের মাথায় আদমপুর এয়ারবেসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন, 'আমাদের ড্রোন, মিসাইল নিয়ে চিন্তা বেড়েছে পাকিস্তানের। এই চিন্তাই এখন তাঁদের ঘুমাতে দেবে না'।

আজ মোদীর সফর ঘিরে এয়ারফোর্স স্টেশনে কড়া নিরাপত্তা রাখা হয়েছিল। এয়ারবেসের বিভিন্ন ইউনিটের সদস্য এবং আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। পাকিস্তানের সামরিক বল ভেঙে দিতে এবং ভারতবাসীর মনোবল বৃদ্ধি করতে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যে বায়ুসেনার ভূমিকার প্রশংসা করেছেন তিনি। বললেন, 'অপারেশন সিঁদুরের মাধ্যমে তোমরা দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছ, দেশকে ঐক্যের সুতোয় আবদ্ধ করেছ, ভারতের সীমান্তকে রক্ষা করেছ, ভারতের গর্বকে নতুন উচ্চতায় উন্নীত করেছ। তোমরা এমন কিছু করে দেখিয়েছ যা অভূতপূর্ব এবং অকল্পনীয়'।

গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের খুন করেছিল পাক জঙ্গিরা। এই ঘটনার দু সপ্তাহের মাথায় ভারতের বায়ুসেনা 'অপারেশন সিঁদুর' অভিযানটি চালায়। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতের বায়ুসেনা। যা পাক সন্ত্রাসী দমনে যোগ্য জবাব বলে মনে করছেন প্রধানমন্ত্রী। মোদী এদিন বললেন, 'মাত্র ২০-২৫ মিনিটের অভিযানে সীমা পারের লক্ষ্য ভেদ করে একেবারে সঠিক নিশানায় হামলা একমাত্র উন্নত প্রযুক্তির সাহায্যে পেশাদার বাহিনীর পক্ষেই করা সম্ভব'