Hassan Truck Tragedy. (Photo Credits: X)

Hassan Truck Tragedy: কর্ণাটকের হাসান জেলার মোসালে হোসাহাল্লি গ্রামে এক গণেশ পুজোর বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা। গতকাল, শুক্রবার গণেশ বিসর্জনের (Ganesh Immersion) শোভাযাত্রায় আচমকা ঢুকে পড়ে বেপরোয়া একটি ট্রাক। ট্রাকটির আঘাতর ঘটনাস্থলে মৃত্যু হয় ৯ জনের। গুরুতর জখম হন ২২ জন। এই দুর্ঘটনায় কর্ণাটক সরকার নিহতদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এই দুর্ঘটনায় হতদের পরিবারদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে দিচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে জখমদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও জানানো হয়েছে।

শোভাযাত্রার মাঝে আচমকাই ঢুকে পড়ে ট্রাকটি

গতকাল, শুক্রবার রাত পৌঁনে ৯টা নাগাদ হাসানের এক গ্রামে গণেশ পুজোর বিসর্জন নিয়ে বেশ বড় শোভাযাত্রা চলছিল। বেশ জোরে গান চলছিল, সাধারণ মানুষ নাচছিলেন। কিন্তু সেই সময়ই আচমকা একটা বেপরোয়া একটি ট্রাক সেই শোভাযাত্রায় সজোরে ঢুকে পড়ে। মারা যান কমপক্ষে ৯ জন।

দেখুন দুর্ঘটনার ভিডিও

তিন পড়ুয়ার মৃত্যু

স্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া বিসর্জন দেখতে আসে। তাদের মধ্যে ৩ জন মারা যায়, দুই ছাত্র গুরুতর জখম।