Pinarayi Vijayan: করোনাত্রস্ত কেরালায় আর্থিক সংকট কাটাতে ১ বছর ধরে সরকারি কর্মীদের বেতনের ৩০ শতাংশ কাটবে সরকার
পিনারাই বিজয়ন (Photo Credits: ANI/File)

তিরুবনন্তপুরম, ২৩ এপ্রিল: আগামী এক বছর রাজ্যের নির্বাচিত প্রতিনিধিদের বেতনের ৩০ শতাংশ কাটা যাবে। মূলত করোনার জেরে যে আর্থিক সংকট তৈরি হয়েছে তা দূর করতেই এই সিদ্ধান্তনেওয়া হল। বুধবার এমন ঘোষণা রাখলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। এদিন দৈনন্দিন সাংবাদিক সম্মেলনের সময় বিজয়ন বলেন, রাজ্য সরকারি কর্মচারী, মন্ত্রী, বিধায়ক, সরকারের অধীনে থাকা বিভিন্ন বোর্ডের সদস্য, স্থানীয় স্ব-শাসিত সংস্থার সদস্যদের প্রতিমাসের ছয় দিনের বেতন কাটবে রাজ্য। আগামী পাঁচ মাস এটি চলবে। যাঁদের মাসের বেতন ২০ হাজার টাকা, তাঁরা এর মধ্যে পড়ছেন না। তিনি বলেন, করোনার কাঁটায় কেন্দ্র ও রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে। আরও পড়ুন-J&K DGP Dilbag Singh: সংক্রমণ ছড়ানোর প্রচেষ্টা, করোনা আক্রান্ত জঙ্গিদের কাশ্মীরে পাঠাচ্ছে পাকিস্তান

কেরালার অর্থনীতিতে নিদারুণ ছাপ ফেলেছে কোভিড-১৯। করোনার থাবায় আয়কর আদায় আপাতত বন্ধ। প্রবাসীদের রেমিট্যান্স আসছে না। সবমিলিয়ে রাজ্যে আর্থিক সংকট শুরু হয়েছে। খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য পরিষেবার খরচ এড়ানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে রাজ্যের মধ্যে থেকেই টাকার বন্দোবস্ত করতে হবে। এটাই স্বস্তির বিষয় যে আমাদের রাজ্যের সমস্ত স্তরের মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করেছেন। একইভাবে আগামী ৫ মাস ধরে ৬ দিনের বেতন কাটা যাবে। এই পদ্ধতি বলবৎ থাকবে সমস্ত রাজ্যসরকারী কর্মচারী, আধাসরকারি কর্মচারী, বিশ্ববিদ্যালয় সবাই এই আওতায় পড়বেন। তবে যাঁদের আয় ২০ হাজার টাকা তাঁদের ছাড় দেওয়া হবে।