Rajasthan: রাজস্থানে পথচারীর উপরে ভেঙে পড়ল নির্মীয়মান পিলার, দেখুন ভিডিও
পথচারীর উপরে ভেঙে পড়ল পিলার (Photo Credits: ANI)

ভরতপুর, ১৭ ডিসেম্বর: অদ্ভুত ঘটনা ঘটল রাজস্থানে (Rajasthan)। নির্মীয়মান পিলার ভেঙে পড়ল পথচারীর উপরে। এই ঘটনাটির ভিডিও প্রকাশ্যে এনেছে সংবাদ সংস্থা এএনআই। স্থানীয় ভরতপুর বাজারে তৈরি হচ্ছিল সেই পিলার। আজ সকালে যখন সেটি ভেঙে পড়ে তখন তার নিচ দিয়েই যাচ্ছিলেন ওই পথচারী। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি অকুস্থলে পৌঁছেছে পুলিশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ভরতপুরের ওই বাজারের এক দোকানে নির্মাণ কাজ চলছিল। সেখানকারই নির্মীয়মান একটি পিলার আজ আচমকা ভেঙে পড়ে। তদন্তকারী পুলিশকর্মীরা জানিয়েছেন, বাজারের তিনতলা থেকে ওই পিলারটি ভেঙে পড়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর আঘাত গুরুতর। দোকান মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আরও  পড়ুন-Rahul Gandhi: নৃশংসতার যাবতীয় সীমা ছাড়িয়েছে কেন্দ্র, সন্ত বাবা রাম সিংয়ের মৃত্যুতে টুইটারে তোপ রাহুল গান্ধীর

চলতি বছরের আগস্ট মাসে গুরুগ্রামের সোনহা রোডে নির্মীয়মান ফ্লাইওভারের কিছুটা অংশ এমনই হুড়ুমুড়িয়ে ভেঙে পড়লে দুজন গুরুতর আহত হয়েছিলেন।