বেঙ্গালুরুতে (Bengaluru) ফের ধর্ষণের ঘটনা। এবার মহিলাদের পিজিতে ঘটল এই ঘটনা। তরুণীকে জোর করে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে যুবক। গত শনিবার সকালে সোলাডেভানাহল্লি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে গ্রেফতার হয় অভিযুক্ত। তাঁকে ইতিমধ্যেই জেরা করা শুরু করেছে তদন্তকারীরা। অন্যদিকে তরুণী স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি হাসপাতালে। ঘটনার পর থেকে পিজির বাকি তরুণীরা অভিযোগের আঙুল তুলছে যুবকের বিরুদ্ধে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে বেঙ্গালুরু পুলিশ।
ঘরে ঢুকিয়ে তরুণীকে ধর্ষণ
পুলিশসূত্রে খবর, ভিনরাজ্য থেকে পড়াশুনো, কর্মসূত্রে আসা মুসলিম তরুণীরা এই পিজিতে থাকতেন। সেই কারণে এলাকায় বেশ জনপ্রিয় ছিল পিজিটি। দিনদশেক আগে তরুণী কর্মসূত্রেই বেঙ্গালুরুতে এসে ওই পিজিতে উঠেছিলেন। অভিযোগ, পিজিতে ওঠার পরেরদিন থেকেই যুবকটি কোনও না কোনও কারণে তরুণীকে নিজের ঘরে ডাকত। শুক্রবার রাতেও তাঁকে নিজের ঘরে ডাকে, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিতেই জোর করে তাঁকে নিজের ঘরে তুলে নিয়ে যায়।
তারপর তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসার পরই বাকি তরুণীরা পিজি মালিকের অশালীন আচরণ নিয়ে মুখ খুলেছে। অনেকেই অভিযোগ করছেন, যুবকটি আগেও পিজির বাকি মহিলাদের কুপ্রস্তাব দিয়েছিল। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।