PM Modi (Photo Credit: Fcaebook)

দিল্লি, ৩০ অগাস্ট: দিন যত গড়াচ্ছে, তত বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। Pew-এর সমীক্ষা অনুযায়ী, ভারতবর্ষের ১০ জনের মধ্যে ৮ জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পছন্দ করেন। ভারতের পাশাপাশি যে সমস্ত মানুষ দেশের বাইরে রয়েছেন, তাঁদের মধ্যেও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ক্রমবর্দ্ধমান। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত  Pew রিসার্চ সেন্টারের তরফে একটি সমীক্ষা চালানো হয় ৩০ হাজারের বেশি মানুষের উপর। সেই সমীক্ষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা র কথা উঠে আসে। রিপোর্টে প্রকাশ, Pew রিসার্চ সেন্টারের তরফে ৩০,৮০০ জনের মধ্যে সমীক্ষা চালানো হয়। সেখানেই উঠে আসে, ভারতবর্ষের ১০ জনের মধ্যে ৮ জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পছন্দ করেন।

২০১৪ সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। সমীক্ষার অন্তর্গত ৫৫ শতাংশ মানুষ চান, নরেন্দ্র মোদী তৃতীয় পর্যায়ে ফের ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। যে সমীক্ষা চালানো হয়, তার মধ্যে ৫ শতাংশ মানুষ মোদীকে পছন্দ করেন না বলে জানা যায়।

সেপ্টেম্বরে ভারতে জি ২০ সম্মেলন বসতে চলেছে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রমবর্দ্ধমান জনপ্রিয়তার এই রিপোর্ট নিঃসন্দেহে কেন্দ্রকে বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।