নতুন দিল্লি, ২৮ অক্টোবর: বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Prices)। আজ লিটার প্রতি পেট্রল ও ডিজলের দাম বেড়েছে ৩৫ পয়সা করে। রাজধানীত আজ পেট্রলের দাম পৌঁছছে ১০৮ টাকা ২৯ পয়সা। আর ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের নতুন দাম ১১৪ টাকা ১৪ পয়সা ও ১০৫ টাকা ১২ পয়সা।
কলকাতায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের জন্য দিতে হবে যথাক্রমে ১০৮ টাকা ৭৮ পয়সা ও ১০০ টাকা ১৪ পয়সা। চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের দাম বেড়ে আজ হয়েছে ১০৫ টাকা ১৩ পয়সা ও ১০১ টাকা ২৫ পয়সা। আরও পড়ুন: Kanō Jigorō’s 161st Birthday Google Doodle: জাপানের জুডোর জনক কানো জিগোরোর ১৬১-তম জন্মদিনে গুগলের ডুডল
City | Petrol | Diesel |
---|---|---|
Delhi | 108.29 | 97.02 |
Mumbai | 114.14 | 105.12 |
Chennai | 105.13 | 101.25 |
Kolkata | 108.78 | 100.14 |
ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং টাকা-ডলারের বিনিময় হার বিবেচনা করে প্রতিদিন জ্বালানির দাম ঠিক করে। পেট্রল ও ডিজেলের দামে যে কোনও পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর হয়।