নতুন দিল্লি, ১৫ অক্টোবর: শুক্রবার আবারও সারা দেশে পেট্রল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) বাড়ল। দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা বেড়েছে। দিল্লিতে পেট্রলের নতুন দাম ১০৫ টাকা ১৪ পয়সা। ডিজেলের দাম ৯৩ টাকা ৮৭ পয়সা। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৩৪ পয়সা ও ৩৭ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম হয়েছে ১১১ টাকা ৯ পয়সা। অন্যদিকে, ডিজেল কিনতে দিতে হবে ১০১ টাকা ৭৮ পয়সা।
কলকাতায় পেট্রল ও ডিজেলের নতুন দাম হয়েছে যথাক্রমে ১০৫ টাকা ৭৬ পয়সা ও ৯৬ টাকা ৯৮ পয়সা। চেন্নাইতে পেট্রল ও ডিজেলের নতুন দাম যথাক্রমে ১০২ টাকা ৪০ পয়সা ও ৯৮ টাকা ২৬ পয়সা। আরও পড়ুন: Vijaya Dashami 2021 Wishes: দেশবাসীকে বিজয় দশমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Price of petrol & diesel in #Delhi is at Rs 105.14 per litre & Rs 93.87 per litre respectively today.
Petrol & diesel prices per litre-Rs 111.09 & Rs 101.78 in #Mumbai, Rs 105.76 & Rs 96.98 in #Kolkata; Rs 98.26 & 102.40 in Chennai respectively pic.twitter.com/hCkf5thisQ
— ANI (@ANI) October 15, 2021
বেঙ্গালুরুতে লিটার প্রতি পেট্রলের দাম ১০৮ টাকা ৮০ পয়সা, ডিজেলের দাম ৯৯ টাকা ৬৩ পয়সা। হায়দরাবাদে এক লিটার পেট্রল কিনতে গিতে হবে ১০৯ টাকা ৩৭ পয়সা, ডিজেলের জন্য দিতে হবে ১০২ টাকা ৪২ পয়সা।