Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৩ অক্টোবর: রোজকার মতো আজও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price)। আজ দিল্লিতে লিটার প্রতি পেট্রল ও ডিজলের দাম বেড়েছে ৩৫ পয়সা করে। দিল্লিতে আজ পেট্রলের দাম ১০৭ টাকা ২৪ পয়সা। আর ডিজেলের দাম ৯৫ টাকা ৯৭ পয়সা। মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের নতুন দাম ১১৩ টাকা ১২ পয়সা ও ১০৪ টাকা।

অন্যদিকে, কলকাতায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের জন্য গুনতে হবে যথাক্রমে ১০৭ টাকা ৭৮ পয়সা ও ৯৯ টাকা ৮ পয়সা। চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের নতুন দাম ১০৪ টাকা ২২ পয়সা ও ১০০ টাকা ২৫ পয়সা। আরও পড়ুন: Tripura: ত্রিপুরায় সুস্মিতা দেবের গাড়িতে হামলার অভিযোগ, বিজেপির বিপ্লব দেবের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ

ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং টাকা-ডলারের বিনিময় হার বিবেচনা করে প্রতিদিন জ্বালানির দাম ঠিক করে। পেট্রল ও ডিজেলের দামে যে কোনও পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর হয়।