নয়াদিল্লিঃ আজ ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের(West Bengal) ছয় জেলা সহ ১০ রাজ্যের ৩১ টি বিধানসভায় উপনির্বাচন। যার মধ্যে অন্যতম ঝাড়খণ্ড(Jharkhand Assembly Elections)। বাংলার পড়শি রাজ্যে প্রথম দফায় ৮১ টি আসনের মোট ৪৩ টিতে ভোটগ্রহণ সম্পন্ন হবে। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। তার আগে থেকেই নিয়ম মেনে বুথের সামনে লাইন দিয়েছেন সাধারণ মানুষ। ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত এলাকায় হিংসা এড়াতে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, প্রথম দফায় যে ৪৩ টি আসনে ভোটগ্রহণ হচ্ছে ২০১৯ সালে তার মধ্যে ১৭ টিতে জিতেছিল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। আটটিতে কংগ্রেস এবং একটিতে আরজেডি। বিজেপির সাফল্য সাতটি এবং অন্যান্যরা চারটিতে জয় পেয়েছিল। এই ৪৩টি আসনের মধ্যে ২০টি তফসিলি জনজাতি এবং ৬ টি তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। প্রথম দফার নির্বাচনে গুরুত্বপূর্ণ কিছু প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন। সেরাইকেলা থেকে দাঁড়িয়েছেন তিনি। এ ছাড়াও ঘাটশিলা আসনে লড়ছেন তাঁর পুত্র বাবুলাল। জগনাথপুর আসনে লড়ছেন প্রাক্তন সাংসদ গীতা কোড়া।
ঝাড়খণ্ডে শুরু প্রথম দফা নির্বাচন, দেখুন ভিডিয়ো
#WATCH | People queue up at a polling station in Ranchi to vote in the first phase of Jharkhand Assembly elections
Visuals from a polling station in Jawahar Nagar pic.twitter.com/MVWrj3OnuU
— ANI (@ANI) November 13, 2024