Prashant Kishor

আরও একবার শিবির বদল করে বিজেপির হাত ধরলেন নীতীশ কুমার (Nitish Kumar)। আরজেডি, কংগ্রেসের সঙ্গ ছেড়ে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে, বারবার ৯ বার এবার বিজেপির সমর্থনে বিহারের মসনদে বসতে চলেছেন নীতীশ। বিজেপি বিরোধী মহাগঠবন্ধনের সঙ্গে ১৮ মাসের সম্পর্ক ত্যাগ করে ফের এনডিএ-তে ফিরলেন নীতীশ।

নীতীশের এই ডিগবাজিকে তীব্র কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর। প্রাক্তন জেডি (ইউ) নেতা তথা নির্বাচনী বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর বললেন, " আমি বছরখানেক আগেই বলেছিলাম যে কোনও সময় নীতীশ কুমার শিবির বদল করতে পারে। একমাত্র আমিই বলেছিলাম এটা ওর রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ও হচ্ছে 'পাল্টুমার'(পাল্টিবাজ)। তবে নীতীশের পদত্যাগ আরও একটা জিনিস প্রমাণ হল শুধু ও নয়, বিজেপি সহ বিহারের রাজনৈতিক দলেরাও 'পাল্টুমার'(পাল্টিবাজ)। কারণ বিজেপির নেতা-কর্মীরা নীতীশের বিরুদ্ধে গত কয়েক মাসে এখন নানা ইস্যুতে বিস্ফোরক অভিযোগ এনেছে। তারাই এখন ওকে স্বাগত জানাচ্ছে।"

দেখুন প্রশান্ত কিশোর কী বলছেন

একটা সময় ভোট কুশলী প্রশান্ত কিশোর ছিলেন জেডি(ইউ)-তে। কিন্তু নীতীশের সঙ্গে নানা বিষয়ে মতবিরোধের পর প্রশান্ত জনতা দল ইউনাইটেড ছেড়ে দেন। এরপর নীতীশকে নানা ইস্যুতে আক্রমণ করেছেন প্রশান্ত।