দিল্লি, ২৮ জুলাই: পেগাসাস (Pegasus) স্পাইওয়্যার নিয়ে সুর চড়াতে শুরু করেছে দেশের প্রত্যেকটি বিরোধী দল। পেগাসাস নিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল একজোট হয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে, সেই সময় মমতা বন্দ্য়োপাধ্যায়ও ক্ষোভ উগরে দেন কেন্দ্রের বিরুদ্ধে।
দিল্লিতে হাজির হয়ে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার ফোনও ট্যাপ করা হয়েছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন ট্যাপ করা হয়, তাহলে ওঁর সঙ্গে আমার কথা হয়েছে। ফলে আমার ফোনও ট্যাপ করা হয়েছে।' শুধু তাই নয়, পেগাসাস ব্যবহার করে দেশের প্রত্যেকটি মানুষের জীবন 'বিপদে' ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন: Rahul Gandhi: 'পেগাসাস দিয়ে ভারতের গণতন্ত্রে আঘাত করেছেন মোদী,শাহ', অভিযোগ রাহুলের
My phone is already tapped. If Abhishek's (Mukherjee) phone is tapped, and I am talking to him, then, automatically my phone is tapped too. Pegasus has put everyone's life in danger: West Bengal CM Mamata Banerjee, in Delhi
(file photo) pic.twitter.com/hAXMijkOzY
— ANI (@ANI) July 28, 2021
দিল্লিতে পৌঁছে বুধবার থেকেই পেগাসাস নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেগাসাস নিয়ে প্রধানমন্ত্রী সর্বদল ডাকুন বলেও দাবি জানান বাংলার মুখ্যমন্ত্রী। গতকালের পর আজও ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।