COVID 19: কোভিডের সঙ্গে লড়তে দেশের ৭৩৬টি জেলায় হচ্ছে শিশুদের জন্য পেডিয়াট্রিক কেয়ার সেন্টার
ফাইল ছবি

দিল্লি, ৮ জুলাই: কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে এবার স্বাস্থ্যমন্ত্রীর (Health Minister)আসনে মনসুখ মান্ডভ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েই কোভিড নিয়ে আগামী পরিকল্পনার রূপকরেখা প্রকাশ করলেন মনসুখ (Mansukh Mandaviya)।

তিনি জানান, বর্তমানে কোভিডের (COVID 19) সঙ্গে লড়াই করছে গোটা দেশ। আরও ৯ মাস এই লড়াই জারি রাখতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি দেশের সাধারণ মানুষকেও এ ব্যাপারে অত্যন্ত সাবধানী হতে হবে বলে মন্তব্য করেন মনসুখ মান্ডভ্য।

আরও পড়ুন: Meet PM Modi’s 'Youngest Team’: নিশিথ ৩৫-এর, মোদীর মন্ত্রিসভার 'ইয়ংগেস্ট টিমে' শান্তনু, বার্লাও

পাশাপাশি তিনি আরও জানান, করোনার তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) সঙ্গে লড়াই করতে দেশের ৭৩৬টি জেলায় শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রায় ২০ হাজার আইসিইউ বেড তৈরি রাখা হচ্ছে তৃতীয় ডেউয়ের সঙ্গে লড়াই জারি রাখতে।

পাশাপাশি কোভিডের দ্বিতীয় ঢেউ সামাল দিতে ২৩ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে যা ব্যবহার করেছে।