কলকাতা, ৮ জুলাই: নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের 'ইয়ংগেস্ট টিম'-এর সঙ্গে পরিচয় করালেন জন বার্লা। ৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে মন্ত্রিত্ব পান আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন জন।
কেন্দ্রীয় মন্ত্রিসভার (Modi Cabinet) সম্প্রসারণের পর বৃহস্পতিবার একটি ট্যুইট করেন জন বার্লা। সেখানে তিনি জানান, রদবদলের পর কারা কারা এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সবেচেয়ে কনিষ্ঠ সদস্য।
ট্যুইট অনুয়ায়ী, এবারেই সবচেয়ে 'ইয়ংগেস্ট টিম' হয়েছে মন্ত্রিসভায়। যেখানে যাঁর বয়স সবচেয়ে বেশি, তিনি ৫৮-র। এছাড়া ৪৫-এর নীচে রয়েছেন ৬ জন। সবচেয়ে ছোট নিশিথ প্রামাণিক। মাত্র ৩৫-এ মন্ত্রী হলেন নিশিথ। শান্তনু ঠাকুরের বয়স ৩৮। অনুপ্রিয়া প্যাটেল ৪০-এর। ভারতী প্রবীণ পাওয়ারের বয়স ৪২ এবং জন বার্লা নিজে ৪৫-এর বলে জানা যায়।