আটক প্রশান্ত কিশোর (ছবিঃANI)

নয়াদিল্লিঃ সোম সকালে পুলিশের(Police) হাতে আটক প্রশান্ত কিশোর(Prashant Kishor)। বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছেন প্রশান্ত কিশোর। পাটনার গান্ধী ময়দানে চলছিল অনশন কর্মসূচি। সেখান থেকেই তাঁকে জোর করে আটক করে পুলিশ। এরপর অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় পাটনা এইমসে। যদিও কেন তাঁকে আটক করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ওই মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে প্রবল বিক্ষোভ ও বন্দে মাতরম স্লোগানের মধ্য দিয়েই টানতে টানতে পিকেকে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, ভোটকুশলী থেকে রাজনীতিতে কামব্যাক করেই নিজের দল তৈরি করেছেন প্রশান্ত কিশোর। বিহারে চর্চায় পিকের দল সূরজ পার্টি। কয়েকদিন আগে প্রশ্ন ফাঁসের অভিযোগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে বিহার জুড়ে বিক্ষোভ শুরু হয়। পিকে সহ ১৫০ জনের বিরুদ্ধে জেলা প্রশাসনের তরফে এফআইআর দায়ের হয়। এরপর গত ২ জানুয়ারি থেকে পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেন পিকে। অন্যদিকে ৮ জানুয়ারি ২২ টি সেন্টারে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। তারপরও অনশন মঞ্চেই ছিলেন পিকে। সোম সকালে সেখান থেকেই তাঁকে আটক করে পুলিশ।

সাত সকালে পুলিশের হাতে আটক প্রশান্ত কিশোর