প্রতীকী ছবি

পাটনা:  হিন্দু বিবাহ আইন অনুযায়ী, স্ত্রীর সন্তান ধারণে অক্ষমতা (Inability of wife to bear child), বন্ধ্যাত্ব (impotence) বা বিবাহ বিচ্ছেদের (divorce) বৈধ কারণ হতে পারে না। সম্প্রতি একটি মামলার রায় দিতে গিয়ে এই নির্দেশই দিল পাটনা হাইকোর্ট (Patna High Court)।

সনু কুমার বনাম রিনা দেবী মামলার রায় দিতে গিয়ে পাটনা হাইকোর্টের বিচারপতি জিতেন্দ্র কুমার ও বিচারপতি পিবি বাজানথেরির ডিভিশন বেঞ্চ জানায়, সন্তান ধারণে অক্ষমতার কারণে বিবাহ বিচ্ছেদ হিন্দু বিবাহ আইন অনুযায়ী স্বীকৃত নয়।

বিচারপতিরা জানিয়েছেন, সন্তান ধারণে অক্ষমতা বিবাহিত জীবনের ক্ষেত্রে একটি প্রাকৃতিক বিষয়। দম্পতি সন্তানের জন্য দত্তক নেওয়া-সহ বিভিন্ন বিকল্প পথের সাহায্য নিতে পারে।

তাই সনু কুমারের পারিবারিক আদালতের দেওয়া রায়ের বিরোধিতা করে হিন্দু বিবাহ আইনের ১৩ নম্বর ধারায় হাইকোর্টে দাখিল করা বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করেন বিচারপতিরা। আরও পড়ুন: Hyderabad: বাড়িতে ঢোকা সাপ ধরে পৌরসভার অফিসে ছাড়ল ব্যক্তি, দেখুন অভিনব প্রতিবাদের ভিডিয়ো