পাটনা (Patna) এইমসে এক চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত্যু। হস্টেলের রুম নম্বর ৫১৫ থেকে উদ্ধার নিথর দেহ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হস্টেল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তারপরে দেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে যায়। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। আসলে পুলিশ যখন দেহ হস্টেলের রুম থেকে উদ্ধার করে তখন সে খাটে শুয়ে ছিল। ফলে সে আত্মহত্যা করেছে, নাকি অসুস্থতার কারণে মৃত্যু কিংবা অন্যকিছু, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
পুলিশ এসে দেহ উদ্ধার করে
জানা যাচ্ছে, ওড়িশার বাসিন্দা যাদবেন্দ্র শাহ পাটনা এইমসে এমডি প্রথম বর্ষের পাঠরত ছিলেন। হস্টেলের বাকি পড়ুয়াদের দাবি, এদিন সকাল থেকেই তাঁকে কেউ বেরোতে দেখেনি। দুপুরের দিকে মধ্যাহ্নভোজনের জন্য সহপাঠীরা ডাকাডাকি করছিলেন, তখন তাঁদের সন্দেহ হয়। তাঁকে একাধিকবার ফোন করা হয়, কিন্তু সে না ধরলে সন্দেহ বাড়ে। এরপরেই হস্টেল কর্তৃপক্ষ খবর দেয় থানায়। স্থানীয় থানা থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।
পুলিশের তরফে জানানো হচ্ছে, এদিন দুপুর ১টা নাগাদ থানায় খবর আসে। তারপরেই তাঁরা ঘটনাস্থলে গিয়ে যুবকের দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, যুবকের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। এমনকী কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। হোস্টেলের ওই ঘরে ফরেন্সিক বিভাগের আধিকারিকরা এসে নমুনা সংগ্রহ করেছেন।