গত সপ্তাহেই পুলিশের জালে ধরা পড়েছিল স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যনন্দ সরস্বতী (Swami Chaitanyananda Saraswati)। গ্রেফতারির পর তাঁর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু শুক্রবার পাটিয়ালা হাউস কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। সেই সঙ্গে অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় আদালত। সম্প্রতি তাঁকে আগ্রার একটি হোটেল থেকে গ্রেফতার করেছিল বসন্ত কুঞ্জ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই নিজের ঢেরা থেকে পালিয়ে যায় স্বামী চৈতন্যনন্দ সরস্বতী।

জামিনের আবেদন খারিজ হয়

শুক্রবার অভিযুক্তের ৫ দিনের পুলিশি হেফাজতের শেষ হওয়ার কথা ছিল। সেই কারণেই চৈতন্যনন্দ সরস্বতীর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। অভিযুক্ত শ্রী সারদা ইন্সটিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টে নামক একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ডিরেক্টর ছিলেন। তাঁর বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠরত ছাত্রীদের হেনস্থা, অশালীন মেসেজ করার অভিযোগ উঠেছিল।

ছদ্মবেশ ধরেও গ্রেফতার অভিযুক্ত

স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর বিরুদ্ধে আগেও এধরনের অভিযোগ উঠেছিল। তখন তাঁর নাম পার্থ সারথী হিসেবে পরিচিত ছিল। সেই সময় নিজের নাম ও পরিচয় লুকিয়ে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু এবার সে ছদ্মবেশ ধরেও পার পেল না। অবশেষে গ্রেফতার করা হয় এই স্বঘোষিত ধর্মগুরুকে