Pathaan: 'পাঠান' ঘিরে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠনের, কর্ণাটকে আটক ৩০
Pathaan (Photo Credit: Instagram)

বেঙ্গালুরু, ২৫ ফেব্রুয়ারি: পাঠান (Pathaan) ঘিরে বিক্ষোভ শুরু হয়েছে দেশের বেশ কয়েকটি জায়গায়। বিহারের ভাগলপুরে যখন পাঠানের পোস্টার ছিঁড়ে বিক্ষোভ শুরু করেন একদল মানুষ, সেই সময় কর্ণাটক থেকে আটক করা হল ৩০ জনকে। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের সিনেমা যাতে দেখানো না হয়, তার জেরে বিক্ষোভ শুরু হলে পুলিশ পরপর ৩০ জনকে আটক করে। কর্ণাটকের (Karnataka) স্বরূপা এবং নর্তকী সিনেমা হলে পাঠান শুরু হলে, সেখানে হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা বিক্ষোভ শুরু করেন। পাঠান বয়কটের ডাক দিয়ে সিনেমা হলের সামনে বিক্ষোভ শুরু করেন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। ফলে বিক্ষোভ শুরু হলে, সিনেমা হল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।

আরও পড়ুন: Pathaan: 'পাঠান' নিয়ে বিক্ষোভ বেঙ্গালুরুতে, পোস্টার ছিঁড়ে স্লোগান বিশ্ব হিন্দু পরিষদের

কর্ণাটকের বেলাগভি দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অভয় পাটিল পাঠান-এর মুক্তির বিরুদ্ধে সুর চড়ান। শিগগিরই যাতে শাহরুখ খানের এই সিনেমার প্রদর্শন বন্ধ করা হয়, সে বিষয়েও দাবি জানাতে দেখা যায় অভয় পাটিলকে।