ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবি:X)

নয়াদিল্লিঃ হাতে আর কয়েকদিন মাত্র। আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে মহাকুম্ভ মেলা(Mahakumbh 2025)। আর শেষের দিন যত এগিয়ে আসছে মহাকুম্ভে পুণ্যার্থীদের ভিড় আরও বাড়ছে। বিগত দেড় মাস ধরে মহাকুম্ভে যাওয়ার জন্য ট্রেনে, বাসে মানুষের ভিড় বেড়েছে। প্রয়াগরাজগামী ট্রেনে ধরা পড়েছে একাধিক অসাবধানতার ছবি। শুধু তাই নয়, কুম্ভ যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। কিন্তু তাতেও যে মানুষের মধ্যে সচেতনতার বাড়েনি তা আবারও প্রমাণ করল বিহারের একটি ঘটনা। বিহারের সাসারাম স্টেশনে প্ল্যাটফর্মের বিপরীত থেকে প্রয়াগরাজগামী ট্রেনে উঠতে দেখা গেল যাত্রীদের। প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন থেকে ট্রেনে উঠতে দেখা গেল মানুষজনকে। এই ঘটনায় সমানভাবে রেল কর্তৃপক্ষকেও দায়ী করা হচ্ছে। একের পর এক এই ধরনের ঘটনার পরও কেন কোনও পদক্ষেপ করা হচ্ছেন রেলের তরফে? কেন এভাবে লাইন থেকে ভুল দিক থেকে ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে যাত্রীদের? উঠছে প্রশ্ন।

ফের কুম্ভযাত্রায় অসাবধানতার ছবি

প্রসঙ্গত, গত কুম্ভমেলা উপলক্ষে স্টেশনে ভীষণ ভিড় ছিল। ১২, ১৪, ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্ম এবং ২ ও ৩ নম্বর ফুটওভার ব্রিজে বহু মানুষের জমায়েত ছিল। ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে শিবগঙ্গা এক্সপ্রেস ছাড়ার পর প্রথমে ঘোষণা করা হয়, ১২ নং থেকে ছাড়বে প্রয়াগরাজগামী ট্রেন। যাত্রীরা ভিড় ঠেলে এগোতে শুরু করলে ঘোষণা হয় যে কুম্ভ স্পেশাল ট্রেন ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এতে আরও বেশি যাত্রী একসঙ্গে উল্টোদিকে ছুটতে থাকেন, ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ২০ জনের। আহত হন কমপক্ষে ৩০ জন।

প্রয়াগরাজগামী ট্রেনে ওঠার জন্য ফের জীবনের ঝুঁকি যাত্রীদের, ভাইরাল ভিডিয়ো