দলের সাধারণ সম্পাদককে শেষ শ্রদ্ধা (Sitaram Yechury Last Tribute) জানাতে দলে দলে সিপিএমের কর্মী সমর্থকেরা ভিড় করছেন দিল্লির গোল মার্কেটে কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানেই শনিবার বেলা ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত শায়িত থাকবে সীতারাম ইয়েচুরির মরদেহ। দলীয় কর্মী, ভক্ত, অনুরাগীরা তো বটেই বিরোধী শীর্ষ নেতৃত্বরাও এলেন সিপিএমের কেন্দ্রীয় কার্যালয়ে। শেষ শ্রদ্ধা জানালেন ইয়েচুরিকে (CPI(M) General Secretary Sitaram Yechury)। কংগ্রেস নেত্রী সনিয়ে গান্ধী, পি চিদম্বরম, জয়রাম রমেশ, এদিকে এনসিপি নেতা শরদ পাওয়ার একে একে প্রত্যেকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন সিপিএমের সাধারণ সম্পাদককে। রাজনীতিতে দল-মত নির্বিশেষে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক ছিল ইয়েচুরির।
শুক্রবার সন্ধ্যায় তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছিল বসন্তকুঞ্জের বাড়িতে। সন্ধ্যে ৬টার দেহ এসে পৌঁছয় সেখানে। পরের দিন শনিবার তাঁর শেষ শ্রদ্ধার আয়োজন করা হয়। সীতারামের শেষ ইচ্ছা মেনে দেহ দান করা হবে এমস হাসপাতালে। চিকিৎসা গবেষণায় নিজের দেহ দান করার কথা জানিয়েছিলেন তিনি।
সীতারামকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে গেলেন সনিয়ে গান্ধী...
#WATCH | Congress Parliamentary Party Chairperson, Sonia Gandhi pays tribute to CPI(M) General Secretary Sitaram Yechury at the party office in Delhi.
Sitaram Yechury passed away on 12th September at AIIMS, New Delhi. pic.twitter.com/zkRquloo2g
— ANI (@ANI) September 14, 2024
ইয়েচুরিকে শেষ শ্রদ্ধা শরদের...
#WATCH | Delhi: NCP-SCP chief Sharad Pawar pays tribute to CPI(M) General Secretary Sitaram Yechury at the party office in Delhi.
Sitaram Yechury passed away on 12th September at AIIMS, New Delhi pic.twitter.com/g3s8QRB5bB
— ANI (@ANI) September 14, 2024
উল্লেখ্য, গত ১৯ অগাস্ট নিউমোনিয়া এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে দিল্লি এমসে ভর্তি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর এমসের তরফে জানানো হয়, দুপুর ৩টে ৫ মিনিটে প্রয়াত হন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।