দিল্লির অবস্থা (ছবিঃX)

নয়াদিল্লিঃ ক্রমশ ফুঁসছে যমুনা (Yamuna River)। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০৭ মিটার পেরিয়েছে যমুনার জলস্তর। আর এই আবহে বন্যা (Flood) পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানীজুড়ে। বিপদ বাড়ছে নিচু জায়গায়। ইতিমধ্যেই নদীর জল ঢুকে প্লাবিত বহু এলাকা। রাস্তা থেকে শ্মশানঘাট, জলের তলায় সব। বুধবার, যমুনার জলে ডুবে যায় দিল্লির প্রাচীনতম ও বৃহত্তম শ্মশানঘাট নিগমবোধ। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এদিন দুপুর আড়াইটের পর এই নিগমবোধ শ্মশানঘাটে বন্ধ করে দিতে হয় শেষকৃত্যের কাজ। পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েচগে ময়ূর বিহারম কাশ্মীরি গেট, যমুনা বাজার এলাকা। ইতিমধ্যেই ১৪ হাজারের বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। দিল্লি প্রশাসন সূত্রে খবর, বুধবার রাত ৮ টা পর্যন্ত যমুনার জলস্তর ছিল ২০৭.৩৯ মিটার। এর আগে ২০২৩ সালে যমুনার এই রূপ দেখেছিল দিল্লি। ২০৮.৬৬ মিটার ছুঁয়ে ফেলেছিল যমুনার জলস্তর। ১৯৭৮ সালে। জলস্তর ছোঁয় ২০৭.৪৯ মিটার। অন্যদিকে আগামী কয়েকদিনে দিল্লিতে আরও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা।

যমুনার জলে ভাসছে দিল্লি, বিপর্যস্ত জনজীবন, দেখুন ভিডিয়ো