(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৯ জুলাই:  আপনি কী সৃজনশীল? এই সৃজনশীলতাকে হাতিয়ার করে জীবনে চলার পতে সাফল্য পেতে চান? তাহলে কেন্দ্রীয় সরকারের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারেন ১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার৷ শুধু সেজন্য আপনাকে তৈরি করতে হবে একটি লোগো, আকর্ষণীয় শিরোনাম এবং ট্যাগ লাইন৷ DFI নামের এক প্রতিষ্ঠান খুলতে চলেছে মোদি সরকার৷ ২০২১-এর কেন্দ্রীয় বাজেটে সরকারি তরফে এই প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ঘোষণাও করা হয়েছিল৷ ভারতের বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগকে টাকা দেওয়ার লক্ষ্যেই মূলত এই DFI (Development Financial Institution) খোলা হবে৷ বর্তমানে DFI-তে কাজের জন্য কিছু সৃজনশীল নাগরিকের প্রয়োজন রয়েছে৷ যাঁরা আকর্ষণীয় লোগো ডিজাইন করবেন, ট্যাগলাইন লিখবেন, শিরোনাম বাছবেন৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি, নতুন সংক্রামিত ৪৩ হাজার ৫০৯ জন

লোগো, ট্যাগলাইন, শিরোনাম যদি মনের মতো হয়, তাহলে আর্থিক পুরস্কারও পেতে পারেন৷   তিন বিভাগে প্রথম হলে মোট পুরস্কার মূল্য ১৫ লাখ টাকা৷ চাইলে আপনি লোগো, শিরোনাম, ট্যাগলাইন এই তিন বিভাগের প্রতিযোগিতায় অংশ নিতে পারেন৷ নাহলে যে কোনও একটি বিভাগে অংশ গ্রহণ করতে পারেন৷ প্রতি বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের বন্দোবস্ত থাকছে৷ প্রথম পুরস্কার ৫ লাখ টাকা৷ দ্বিতীয় পুরস্কার ৩ লাখ টাকা ও তৃতীয় পুরস্কার ২ লাখ টাকা৷

যদি সত্যি সত্যি নিজেকে প্রমাণ করার এই সুযোগ কাজে লাগাতে চান তাহলে আজই এই ওয়েবসাইটে https://www.mygov.in/task/name-tagline-and-logo-contest-development-financial-institution/ রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় নাম লিখিয়ে ফেলুন৷ Name, Tagline and Logo contest for Development Financial Institution প্রতিযোগিতায় অংশ নিয়ে আকর্ষণীয় আর্থিক পুরস্কার জিতে নিন৷ আগামী ১৫ আগস্ট রাত ১১টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত প্রতিযোগিতার সময়সীমা ধার্য হয়েছে৷