নয়া দিল্লি, ২৫ নভেম্বরঃ আজ সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে বক্তৃতা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিজের ভাষণে কংগ্রেস সহ বিরোধীদের কটাক্ষ করতে ছাড়লেন না নমো। নাম না করেই মোদী বললেন, 'নির্বাচনে বার বার প্রত্যাখ্যান হওয়ার পরেও কেউ কেউ সংসদকে নিয়ন্ত্রণ করার জন্য হট্টোগোল, অশান্তির পথ অবলম্বন করে'।
সদ্য প্রকাশিত মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে (Maharashtra Assembly Election 2024) বিজেপি নেতৃত্বাধীন 'মহায্যুতি' জোটের অভূতপূর্ব জয়ের পর ফের নিজের শিরদাঁড়া শক্ত করেছেন প্রধানমন্ত্রী। ছয় মাস আগের লোকসভা নির্বাচনে এই মহারাষ্ট্রেই বিজেপির ভোটে ভরাডুবি হয়েছিল। রাজ্যের ৪৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে মাত্র ১৭টিতে পদ্ম ফুটেছিল। সেখানে ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ২৩০টি মহায্যুতির দখলে। লোকসভা নির্বাচনে মোদীর আসন হ্রাস তাঁকে কিছুটা 'ব্যাকফুটে' ঠেলে দিয়েছিল। তবে মহারাষ্ট্রের এই বিপুল জয় জাতীয় রাজনীতিতে তাঁকে আবার সক্রিয় করে তুলেছে।
মহারাষ্ট্র বিধানসভা জয়ের পরেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। অধিবেশন শুরুর আগেই নিজের পুরনো 'ফর্মে' ফিরে এসেছেন নরেন্দ্র মোদী (PM Modi)। বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর অভিযোগ, 'সংসদে সাংসদের বলার সুযোগ কেড়ে নিচ্ছেন কয়েকজন। এরাই সংসদের ভিতরে অশান্তি ছড়াচ্ছে। ফলে নতুন সাংসদেরা বলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন'।
অধিবেশন শুরুর আগের ভাষণেই মোদীর নিশানায় বিরোধীরা...
#WATCH | #ParliamentWinterSession | Prime Minister Narendra Modi says "The public has to reject them (Opposition) again and again...It is a condition of democracy that we respect the feelings of the people and work hard day and night to live up to their hopes and expectations.… pic.twitter.com/pNHKtcXYxF
— ANI (@ANI) November 25, 2024
বিরোধীদের উপহাস করে মোদী (Narendra Modi) আরও বলেন, 'দেশের জনগণ নির্বাচনে বার বার তাঁদের প্রত্যাখ্যান করছেন। অথচ গণতন্ত্রের শর্তই হল আমরা মানুষের সিদ্ধান্তকে সম্মান জানাবো। তাঁদের আশা, প্রত্যাশা পূরণের জন্যে দিনরাত পরিশ্রম করব'।