লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের ওপর সাসপেনশন তুলে নেওয়া হবে। মঙ্গলবার এমনটাই জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি জানান, সরকার লোকসভা এবং রাজ্যসভার সংসদদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে অনুরোধ জানিয়েছেন।
শীতকালীন অধিবেশনে একাধিক সাংসদকে বরখাস্ত করা হয়।বাজেট সেশন হওয়ার আগেই সর্বদলীয় বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
তিনি জানান "সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আমি লোকসভার স্পীকার এবং রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আমি সরকারের পক্ষ থেকেও তাদের সঙ্গে কথা বলেছি। এটি স্পীকার এবং চেয়ারম্যানের অধীন।আমরা উভয়কেই প্রিভিলেজ কমিটির সঙ্গে কথা বলার জন্য বলেছি।যাতে সাসপেনশন তুলে নেওয়া যায় । এবং তারা যাতে সদনে আসতে পারে তার সুযোগ দেওয়া হয়।তারা দুজনেই সম্মত হয়েছেন।"
বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর (Droupadi Murmu) ভাষনের পর শুরু হবে বাজেট অধিবেশন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্ন্তবর্তীকালীন বাজেট পেশ করবেন।বৃহস্পতিবার।
Suspension of opposition MPs will be revoked, government has requested presiding officers: Pralhad Joshi
Read @ANI Story | https://t.co/0CoiCncMX0#Parliament #Wintersession #LokSabha pic.twitter.com/yC7GIzSZoX
— ANI Digital (@ani_digital) January 30, 2024