ভারতীয় জনতা পার্টি (BJP) তাদের সমস্ত লোকসভা সাংসদদের জন্য 'তিন লাইনের হুইপ' জারি করেছে। যেখানে বাজেট পাসের পরিপ্রেক্ষিতে আজ (শুক্রবার ,২১ মার্চ) তাদের সংসদে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব (Parliament Session) ১০ মার্চ শুরু হয়েছে এবং ৪ এপ্রিল পর্যন্ত চলবে।

লোকসভা, রাজ্যসভা মুলতবিঃ-

বৃহস্পতিবার ডিএমকে এবং অন্যান্য বিরোধী সদস্যদের নেতৃত্বে বিক্ষোভের মধ্যে সংসদের উভয় কক্ষ বারবার মুলতবি হয়ে যায়, মূলত কেন্দ্রের প্রস্তাবিত সীমানা নির্ধারণ অনুশীলনের বিষয়ে উদ্বেগের কারণে। লোকসভায়, একাধিকবার কার্যবিবরণী ব্যাহত হয়, প্রথমে দুপুর ১২টা পর্যন্ত, তারপর দুপুর ২টা পর্যন্ত এবং অবশেষে পুরো দিনের জন্য মুলতবি করা হয়। একইভাবে, রাজ্যসভার অধিবেশনও পরপর দুপুর ১২টা, দুপুর ১২:১৫, দুপুর ২টা এবং তারপর দিনের জন্য মুলতবি করা হয়।

হট্টগোলের সময় স্পিকার ওম বিড়লা জোর দিয়ে বলেন যে সংসদকে প্রতিষ্ঠিত নিয়ম এবং ভঙ্গি অনুসারে চলতে হবে। তিনি অধিবেশন চলাকালীন সদস্যদের টি-শার্ট পরা নিষিদ্ধ করেন এবং সাংসদদের কার্যপ্রণালী ও কার্য পরিচালনার নিয়মের ৩৪৯ নম্বর নিয়মের প্রতি আহ্বান জানান।ওম বিড়লা কিছু সাংসদের সংসদের মর্যাদা লঙ্ঘনের জন্য সমালোচনা করে বলেন যে এই ধরনের আচরণ সহ্য করা হবে না।