সংসদে নিরাপত্তা বিভ্রাটের ঘটনার পর এবার সিআইএসএফের হাতে নিরাপত্তার দায়িত্ব কি তুলে দেওয়া হবে সংসদের? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সিআইএফএফের (CISF) সূত্রের তরফে জানা গেছে সংসদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরী করে তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদের নিপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে এবং তার পর্যালোচনা করে রিপোর্ট পেশ করার বিষয়ে তথ্য জানা গেছে। যদি সেরকম মনে হয় তাহলে সংসদের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফকে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।
স্মোক ক্যান নিয়ে সংসদের ভেতরে প্রবেশ করে আতঙ্কের সৃষ্টি করে বেশ কয়েকজন।যা থেকে সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। তাই নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সংসদের দায়িত্ব কি সিআইএফএফের হাতে দেওয়া হবে কিনা তা জানা যাবে কয়েকদিনের মধ্যেই।
The Centre is likely to handover the security of the #Parliament building, one of the most important government installations, to the #CISF, sources said.
According to sources, the Central Industrial Security Force (CISF) has received a letter to do the survey of the security… pic.twitter.com/SaJQp1SJoo
— IANS (@ians_india) December 21, 2023