Gaurav Gogoi, PM Modi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৮ অগাস্ট: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে শুরু হল বিতর্ক। রাহুল গান্ধী নন, কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অনাস্থা প্রস্তাবে বিরোধীদের হয়ে প্রথম বিতর্ক শুরু করেন। অনাস্থা প্রস্তাবে বিতর্ক শুরু হতেই কেন্দ্রীয় সরকারের দিকে তিনটি প্রশ্ন ছুঁড়ে দেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

কংগ্রেস সাংসদ বলেন, সংসদে প্রশাদনমন্ত্রী কেন মৌন ব্রত নিয়ে রয়েছেন! তিনি কেন কথা বলছেন না! সংসদে প্রধানমন্ত্রীর মৌন ব্রত ভাঙতেই অনাস্থা প্রস্তাবের সূচনা করা হয়েছে বলে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ।

গৌরব গগৈ-এর প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী কেন মণিপুরে গেলেন না? মণিপুর নিয়ে কেন ৮০ দিন পর মুখ খুলেলন প্রধানমন্ত্রী? যেখানে ঘটনার ৩০ সেকেন্ডের মধ্যে তাঁর মুখ খোলা উচিত ছিল। মণিপুরের ঘটনার পরও কেন সেখানকার মুখ্যমন্ত্রীকে অপসারিত করা হল না বলে প্রশ্ন তোলা হয় কংগ্রেসের তরফে।