নতুন পার্লামেন্টের উদ্বোধন নিয়ে তরজা জারি কংগ্রেস বনাম বিজেপির। ২৮ মে নতুন ভবনের উদ্বোধন হবে। তার আগে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি। এর মধ্যেই কংগ্রেস সহ ১৮ টি বিরোধী দল এই উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রপতি যেখানে রয়েছেন সেখানে কেন নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই বির্তকের জেরেই নতুন ভবনের উদ্বোধনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা।
তবে এর পাল্টা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যদি পার্লামেন্ট ভবনের উদ্বোধন করতে পারেন, রাজীব গান্ধী যদি পার্লামেন্টের লাইব্রেরীর উদ্বোধন করতে পারে তাহলে প্রধানমন্ত্রী কেন উদ্বোধন করতে পারবেন না। তবে এই বক্তব্যের পাল্টা দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।তিনি জানিয়েছেন, পার্লামেন্ট ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, রাষ্ট্রপতিভবনও ব্রিটিশ আমলেই তৈরি। তাহলে ইন্দিরা গান্ধী কেমন ভাবে তা উদ্বোধন করলেন তা প্রশ্ন তুলেছেন তিনি। যদি কেউ বিল্ডিংয়ের একাংশের উদ্বোধন করে থাকেন তাহলে সেটা আলাদা বিষয়।নতুন পার্লামেন্ট ভবন রাষ্ট্রপতির উদ্বোধন করা উচিত বলে জানান তিনি।
Raipur | The Parliament was built during the British era. Rashtrapati Bhavan was also built during the British period, so how could Indira Gandhi have inaugurated it? If someone inaugurates a portion of a building, then that is a different matter. The new Parliament building… pic.twitter.com/m9r1M7egS4
— ANI (@ANI) May 24, 2023