নতুন দিল্লি, ৩ ডিসেম্বর: কৃষি আইনের প্রতিবাদে পদ্মবিভূষণ (Padma Vibhushan) ফেরালেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আকালি দল নেতা প্রকাশ সিং বাদল (Parkash Singh Badal)। পদ্মবিভূষণকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখেছেন তিনি। কেন্দ্রের মোদি সরকার কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ তাঁর। পদ্মবিভূষণ দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার।
এদিকে আজ কৃষকদের সঙ্গে আজ চতুর্থ দফার আলোচনায় বসেছে কেন্দ্রীয় সরকার। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ৪০ জন কৃষক নেতার সঙ্গে আলোচনা চলছে। বৈঠকে রয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল।
#BREAKING: Former Chief Minister of Punjab Prakash Singh Badal writes to the President of India returning his Padma Vibhushan as a mark of solidarity with the protesting farmers and in protest against the three Farmer bills. Padma Vibhushan is the second-highest civilian award. pic.twitter.com/bgNkBN0GFB
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) December 3, 2020
বৈঠকের আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, "আমি ইতিবাচক পরিণতির আশা করছি। সরকার ক্রমাগত কৃষকদের সাথে এই ইশু নিয়ে আলোচনা করে চলেছে। আজ আলোচনার চতুর্থ দফা এবং আমি ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছি।"