Chaitra (Photo: Twitter)

বেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি: বিয়ের রিসেপশনের অনুষ্ঠানে আচমকা অসুস্থ হয়ে পড়েন এক যুবতী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁর মস্তিষ্কের মৃত্যু (Brain Dead) হয়েছে বলে ঘোষণা করেন। সেই যুবতীর অঙ্গদানের (Organs Donation) সিদ্ধান্ত নিলেন তাঁর বাবা-মা। ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) কোলার জেলার শ্রীনিবাসপুরে (Srinivaspur Of Kolar District)। যুবতীর বাব-মায়ের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর (K. Sudhakar)।

চৈত্র নামে ২৬ বছরের ওই যুবতীর বর ও অন্যদের সঙ্গে বিয়ের রিসেপশনের অনুষ্ঠানে ছবি তুলছিলেন। আচমকা তিনি মঞ্চে পড়ে যান। তাঁকে দ্রুত হাসপাতালে গেলে চিকিৎসকরা 'ব্রেন ডেড' ঘোষণা করেন। চৈত্রের বাবা-মা খবর শুনে শোকে হতবাক হয়ে যান। পরে শোক কাটিয়ে মেয়ের অঙ্গদান করার সিদ্ধান্ত নেন।

চৈত্রের বাবা-মায়ের মহৎ কাজকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেছেন. "চৈত্রের জন্য এটি একটি খুব বড় দিন ছিল। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। হৃদয় বিদারক ঘটনা সত্ত্বেও তাঁর বাবা-মা অঙ্গদান করার সিদ্ধান্ত নিয়েছেন। অঙ্গ অনেকের জীবন বাঁচাতে পারে।"