চলন্ত ট্রেনে আগুন (ছবিঃX)

নয়াদিল্লিঃ চলন্ত ট্রেনে (Train) আগুন (Fire)। চালকের তৎপরতায় বড়সড় মাপের দুর্ঘটনা থেকে বাঁচল ট্রেন। শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) বেগুসরাইয়ে। আচমকাই আগুন লাগে তিলরথ থেকে জামালপুরগামী ট্রেনে। মূলত ট্রেনের ইঞ্জিন থেকে আগুন ছড়ায় বলে খবর। কালো ধোঁয়ায় ঢাকে গোটা ট্রেন। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। পরিস্থিতি দেখে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করান চালক। খবর দেওয়া হয় পরের স্টেশনে। ততক্ষণে আতঙ্কে ট্রেন থেকে রেললাইনে নেমে পড়েন যাত্রীরা। প্রাণ বাঁচাতে জানালা দিয়ে রেললাইনে ঝাঁপ দেন কেউ-কেউ।

বড়সড় দুর্ঘটনার মুখ থেকে বাঁচল রেল, আগুন লাগল ট্রেনের ইঞ্জিনে

কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। তাঁদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার প্রায় দু'ঘণ্টা পর ওই ট্রেনটিকে নিয়ে যাওয়ার জন্য আরেকটি ইঞ্জিন পাঠানো হয়। যদিও কীভাবে এই ঘটনা ঘটল তার পূর্ণ ব্যাখ্যা মেলেনি রেলের তরফে। তবে অনুমান, রেলের ইঞ্জিন থেকেই আগুন ছড়িয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, কীভাবে ঘটল এই ঘটনার তার পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে।

চলন্ত ট্রেনে আচমকা আগুন, প্রাণ বাঁচাতে রেললাইনে ঝাঁপ যাত্রীদের