রাজন মিশ্র (Photo Credits: Twitter)

দিল্লি, ২৬ এপ্রিল: কোভিড কাড়ল প্রাণ, চলে গেলেন ধ্রুপদী সঙ্গীতশিল্পী পণ্ডিত রাজন মিশ্র (Rajan Mishra)। রবিবার সন্ধ্যা দিল্লির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। কোভিড পরবর্তী জটিলতায় ভুগছিলেন রাজন মিশ্র। সোস্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানিয়ে পোস্ট করেন সুরকার সেলিম মার্চেন্ট। তিনি লেখেন, “পদ্মভূষণ প্রাপ্ত শ্রী রাজন মিশ্রজি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। দিল্লিতে কোভিডে মারা গেলেন তিনি। বেনারস ঘরানার প্রখ্যাত ধ্রুপদী সঙ্গীতশিল্পী ছিলেন।” আরও পড়ুন-Sundar Pichai: ভারতের কোভিড ভয়াবহতা দেখে বিধ্বস্ত, ১৩৫ কোটির অনুদান দিলেন গুগল সিইও সুন্দর পিচাই

উল্লেখ্য, দিল্লিতেই কোভিডে আক্রান্ত হন পণ্ডিত রাজন মিশ্র। হৃদযন্ত্রে সমস্যা দেখা দিতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রবিবার এই মহান প্রতিভাবান শিল্পীর জীবনাবসান হল। ১৯৫১ সালে বেনারসে জন্ম হয় রাজন মিশ্রের। ভাই সাজন মিশ্রের সঙ্গে জুটি বেঁধে সুরের দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেন পণ্ডিত রাজন মিশ্র।