Pakistani Teen Couple Found Dead Near Jaisalmer Border (Photo Credits: X)

জয়সলমীর, ২৯ জুনঃ জয়সলমীরে (Jaisalmer) ভারত-পাকিস্তান সীমান্তের কাছ থেকে এক নাবালিকা কিশোরী এবং এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। দেহ দুটি প্রায় ৬-৭ দিন ধরে ওই নির্জন এলাকায় পড়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মরুভূমিতে পড়ে থাকার ফলে দেহ কালো হয়ে গিয়ে পচন ধরা শুরু হয়েছিল। রবিবার পুলিশের তরফে এই খবরে স্বীকৃতি দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, শনিবার জয়সলমীরের সাধেওয়ালা এলাকা থেকে নাবালিকা এবং তরুণের দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহগুলির কাছে পাকিস্তানি সিম কার্ড, মোবাইল ফোন এবং তাঁদের পরিচয়পত্র পাওয়া গিয়েছে। যা দেখে পুলিশ অনুমান করছেন, মৃত ব্যক্তিরা পাকিস্তানের নাগরিক। সেই পরিচয় পত্র থেকেই জানা গিয়েছে, তরুণের নাম রবি কুমার, বয়স ১৮। মেয়েটির নাম এবং বয়সও উল্লেখ রয়েছে তাঁর পরিচয় পত্রে। সে নাবালিকা।

পুলিশের বক্তব্য

জয়সলমীর পুলিশ সুপার সুধীর চৌধুরী জানান, গতকাল শনিবার স্থানীয় লোকজন দেহ দুটি দেখতে পান। তাঁরাই পলিশে খবর দেন। ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে উদ্ধার হয়েছে দেহ দুটি। দেহের অবস্থা দেখে মনে হচ্ছে সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে। দেহের পাশ থেকে একটি খালি বোতলও পাওয়া গিয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে ওই তরুণ এবং কিশোরী ভারতে কীভাবে প্রবেশ করল তা স্পষ্ট নয় পুলিশের কাছে। খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।