Representational Image (Photo Credits: Pixabay)

পহেলগামে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তান সীমান্তে বেড়েছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। শুক্রবার ফের পঞ্জাবের সীমান্ত এলাকায় ফের আটক এক পাক নাগরিক। এদিন ভোরের দিকে অমৃতসরের (Amritsar) আজনালা থানার অন্তর্গত শাহপুরের সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল এক ব্যক্তি। ভারতীয় সীমান্তে ঢুকে পড়ার পর তাঁকে আটক করে বিএসএফ। তাঁর থেকে উদ্ধার হয়েছে পাকিস্তানি রুপি, পরিচয় পত্র সহ একাধিক নথি। ইতিমধ্যেই তাঁকে আটক করে জেরা শুরু করেছে বিএসএফ আধিকারিকরা।

টহল দেওয়ারক সময় আটক অনুপ্রবেশকারী

জানা যাচ্ছে, এদিন সকালে বিএসএফের ১১৭ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই এলাকায় টহল যাচ্ছিল। তখন সন্দেহজনকভাবে চলাফেরা করছিল ওই ব্যক্তি। তাঁকে জেরা করা হলে অসংলগ্ন কথাবার্তা বলে। তখনই তাঁকে তল্লাশি চালালে উদ্ধার হয় পাকিস্তানি নথিপত্র। এরপরই তাঁকে আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানেই তাঁকে জেরা করা হচ্ছে।

জেরা করছে বিএসএফ

যদিও তাঁর নাম, পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি বিএসএফ আধিকারিকরা। আর তাঁর ভারতে প্রবেশ করার পেছনে কোনও নাশকতার পরিকল্পনা ছিল কিনা, সেটা জানারও চেষ্টা করছে বিএসএফ।