আহমেদাবাদ, ১৩ সেপ্টেম্বর: ফের পাকিস্তানি (Pakistani Boat) নৌকা পাকড়াও করল উপকূলরক্ষী বাহিনী। গুজরাটে ভারতীয় জলসীমা থেকে ৬ কিলোমিটার দূর থেকে পাকিস্তানি নৌকা পাকড়াও করে উপকূলরক্ষী বাহিনী। ৪০ কেজি মাদক নিয়ে পাকিস্তানের ওই নৌকাটি ভারতীয় (Indian) জলসীমা থেকে ৬ কিলোমিটার দূরে দাঁড়িয়ে ছিল। প্রসঙ্গত ৪০ কেজি মাদকের বর্তমান মূল্য ২০০ কোটি। ভারতীয় জলসীমার কাছাকাছি দাঁড়িয়ে থাকা পাক নৌকাাটিকে পাকড়াও করলে সেখান থেকে ৬ জনকে আটক করা হয়। এই মুহূর্তে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পাক নৌকা থেকে যাদের আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য সামনে আসে, সেদিকে তাকিয়ে এটিএস।
২০২১ সালের অক্টোবর মাসে আরও একটি পাকিস্তানি নৌকা আটক করা হয়। ওই পাক নৌকা থেকে ২,৯৮৮ কেজি মাদক বাজেয়াপ্ত করে উপকূলরক্ষী বাহিনী। ২১ হাজার কোটি টাকার মাদক নিয়ে ওই পাকিস্তানি নৌকাটি ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে পরে খবর পাওয়া যায়।
#UPDATE | Pakistani boat apprehended by security agencies with narcotics worth Rs 200 crores being towed to Jakhau port by the Indian Coast Guard ship. 6 Pakistani crew of the boat also being questioned: ICG officials https://t.co/1z1qcA1rys pic.twitter.com/6pVYmj1IXt
— ANI (@ANI) September 14, 2022
এসবের পাশাপাশি গত মাসে গুজরাটের কচ্ছ থেকে ২টি পাকিস্তানি মাছ ধরার নৌকা আটক করে বিএসএফ। গুজরাট উপকূল থেকে কেন বার বার পাক নৌকা বাজেয়াপ্ত হচ্ছে, সে বিষয়ে নজর রয়েছে ভারতীয় সেনার।