করাচি, ১৪ জুলাইঃ পাকিস্তানের (Pakistan) নাট্যমঞ্চে জীবন্ত হয়ে উঠল ভারতীয় মহাকাব্য রামায়ণ (Ramayana)। সাম্প্রতিক অতীতে ভারত পাকিস্তানের (India Pakistan) সম্পর্ক যে ভাবে তলানিতে এসে ঠেকেছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে করাচির (Karachi) নাট্যমঞ্চে রামায়ণকে মঞ্চস্থ হতে দেখা এক যুগান্তকারী সাংস্কৃতিক মুহূর্তই বটে। পাক নাট্যমঞ্চ থেকে কিছু ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। (ছবি, ভিডিওর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা)।
গত এপ্রিলে জম্মু কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গি হামলা (Pahalgam Terrorist Attack) এবং পর্যটক খুনের ঘটনার পর পাকিস্তানি তারকা, ছবি, সংবাদমাধ্যম সমস্ত কিছুই ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আবহে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত করাচি আর্টস কাউন্সিলে সদ্য রামায়ণ (Ramayana) মঞ্চস্থ করা হয়েছে।
পাকিস্তানের নাট্যমঞ্চে মঞ্চস্থ হল রামায়ণ
Performance of Ramayan in Karachi, Pakistan pic.twitter.com/6kciamWJap
— Sabahat Zakariya (@sabizak) July 13, 2025
পাকিস্তানের মূলধারার শিল্পকলায় হিন্দু পুরাণকে চিত্রিত করার এটি একটি বিরল উদাহরণ। যোহেশ্বর করেরা পরিচালিত এই নাটক পরিবেশনায় এআই (AI) বিশেষ ভূমিকা পালন করেছে। আলোকসজ্জা এবং মঞ্চের প্রভাব উন্নত করা এবং দৃশ্যমান আরও আকর্ষণীয় করার জন্য ব্যবহার করা হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)। রামায়ণের পৌরাণিক কাহিনীকে আধুনিকতার স্পর্শে সাজিয়ে মঞ্চস্থ করেছেন পরিচালক। যোহেশ্বর এও জানান, এই হিন্দু মহাকাব্যটি মঞ্চস্থ করার জন্য তাঁকে কখনও কোন হুমকি সম্মুখীন হতে হয়নি। উলটে প্রশংসিত হয়েছেম দর্শকদের কাছে।