দিল্লি, ৭ অগাস্ট: ভারতের (India) সঙ্গে সম্পর্ক ফের ঠিক করতে চাইছে পাকিস্তান (Pakistan)? এবার তেমনই নিদর্শন রাখা হল পাকিস্তান হাই কমিশনের তরফে। সূত্রের খবর, সংসদের একাধিক সদস্যকে আম পাঠানো হয়েছে বাংলাদেশের হাইকমিশনের তরফে। রাহুল গান্ধী (Rahul Gandhi), শশী থারুরকে পাক হাই কমিশনের তরফে উপহারস্বরূপ আম পাঠানো হয়েছে বলে খবর। কংগ্রেসের পাশাপাশি সমাজবাদী পার্টির সাংসদ মহিবুল্লাহ নাদভি, জিয়াউর রহমান, আফজল আনসারি, ইকরা চৌধুরীকেও আম পাঠানো হয়েছে। কপিল সিব্বলও পাকিস্তানের উপহারের তালিকা থেকে বাদ পড়েননি বলে খবর।
প্রসঙ্গত ২০১৫ সালে উদের সময় পাকিস্তানে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif) উপহার হিসেবে ভারতে ১০ কেজি আম পাঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি সংসদের আরও বেশ কয়েকজন নেতাকে ওই উপহার পাঠানো হয়।
নরেন্দ্র মোদীর সময়ে শুধু নয়, এর আগে কংগ্রেসের প্রয়াত নেতা প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও উপহারস্বরূপ আম পাঠানো হয় পাকিস্তানের তরফে।