দিল্লি, ৩০ অগাস্ট: পাকিস্তানে ক্রমশ ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি। সিন্ধ প্রদেশ, খাইবার পাখতুনওয়া, দক্ষিণ পাঞ্জাব প্রদেশের অবস্থা সবচেয়ে ভয়াবহ। পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে যখন আন্তর্জাতিক মহলে চিন্তা বাড়ছে, সেই সময় বিষষয়টি নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। শিগগিরই যাতে পাকিস্তানের বন্যা পরিস্থিতি কাটিয়ে সেখানকার মানুষ সাধারণ জীবনযাপন করতে পারেন, েসই আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদী।
Saddened to see the devastation caused by the floods in Pakistan. We extend our heartfelt condolences to the families of the victims, the injured and all those affected by this natural calamity and hope for an early restoration of normalcy.
— Narendra Modi (@narendramodi) August 29, 2022
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে দিল্লিতে। দুর্যোগের সময় কাটাতে পাকিস্তানকে সাহায্য করা হবে কি না, সে বিষয়ে আলোচনা চালাচ্ছেন সাউথ ব্লকের কর্তারা। যদিও পাকিস্তানকে সাহায্য করা হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর।
Early estimates put the damage from Pakistan's recent deadly floods at more than $10 billion, its planning minister said https://t.co/1Vux3NNm0d pic.twitter.com/1PXXrrjUjE
— Reuters (@Reuters) August 30, 2022
২০১৪ সালে দিল্লিতে ক্ষমতা দখল করে বিজেপি। দিল্লিতে বিজেপি সরকার গঠনের পর এই প্রথম পাকিস্তানের কোনও প্রাকৃতিক বিপর্যয়ে সে দেশকে সাহায্য করা হবে কি না, সে বিষয়ে আলোচনা চালাচ্ছেন কেন্দ্রীয় আধিকারিকরা। এর আগে ২০১০ সালে পাকিস্তানে বন্যা এবং ২০০৫-এ ভূমিকম্পের সময় ইউপিএ সরকার প্রতিবেশী দেশের প্রতি সাহায্যের হাত বাড়ায়।