Pakistani Terrorist (Photo Credit: ANI/Twitter)

শ্রীনগর, ২৪ অগাস্ট:  পাকিস্তানি সেনার (Pakistani Army) এক আধিকারিক তাদের সীমান্ত পার করে ভারতে পাঠান। তার সঙ্গে আরও ৪-৫ জনকে একসঙ্গে ভারতে পাঠানো হয়। ভারতীয় সেনা বাহিনীর উপর হামলা চালাতেই পাক সেনার কর্নেল ইউনুস তাদের ভারতে পাঠান বলে দাবি করে ধৃত জঙ্গি।

গত ২১ অগাস্ট তরবক হুসেন নামে এক পাকিস্তানি (Pakistan) জঙ্গিকে পাকড়াও করে ভারতীয় সেনা। আহত অবস্থায় তবরককে ভর্তি করা হয় হাসপাতালে। জ্ঞান ফিরলে তবরক হুসেনের সাক্ষাৎকার নেয় সংবাদ সংস্থা এএনআই। ওই সাক্ষাৎকারেই একের পর এক বিস্ফোরক দাবি করতে তাকে পাকিস্তানি জঙ্গি। ভারতীয় সেনা বাহিনীর উপর হামলা চালাতে তাকে ৩০ হাজার টাকা নগদ জেওয়া হয়। পাক সেনার কর্নেল ইউনুসের নির্দেশে পাক অধিকৃত কাশ্মীর থেকে আরও ৪-৫ জন তার সঙ্গে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করে।

 

রাজৌরির নৌসেরা সেক্টরের ঝাঞ্ঝার থেকে ওই জঙ্গিকে আটক করে সেনা বাহিনী। মাত্র ৩০ হাজারের বিনিময়ে ওই জঙ্গিদের ভারতে পাঠানো হয় বলে দাবি করা হয়।

এদিকে তবরক হুসেনের চিকিৎসা চলাকালীন মুখ খোলেন ভারতীয় সেনার (Indian Army) ব্রিগেডিয়ার রাজবীর নায়ার। তিনি বলেন, তবরককে কোনওভাবেই জঙ্গি হিসেবে হাসপাতালে রাখা হয়নি। হাসপাতালে যেভাবে অন্য রোগীদের চিকিৎসা করা হয়, তবরককেও সেই একইভাবে রাখা হচ্ছে। শুধু তাই নয়, তবরকের রক্তের গ্রুপ ও নেগেটিভ। যা সচারচর পাওয়া যায় না। ফলে বাহিনীর থেকে খুঁজেই এক সেনা তবরককে রক্ত দেন। যাঁদের রক্তাক্ত করতে তবরক এসেছিল, তাঁরাই ওই জঙ্গিকে রক্ত দিয়ে বাঁচালেন বলেও মন্তব্য করেন ব্রিগেডিয়ার রাজবীর নায়ার। সেনা বাহিনীর দুই অফিসার ২ বোতল রক্ত তবরককে দিয়ে তার প্রাণ বাঁচিয়েছেন বলেও জানা  ব্রিগেডিয়ার। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধৃত জঙ্গি সুস্থ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয় সেনা বাহিনীর ওই আধিকারিকের তরফে।