পুলিশের জালে আব্দুল কাসেম আহমেদ (ছবিঃX)

নয়াদিল্লিঃ পাকিস্তানি এজেন্টদের (Pak Agent) সঙ্গে যোগাযোগ ভুয়ো সিম কার্ড চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার যুবক মঙ্গলবার অসমের বিলাসিপাড়া থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে জানা গিয়েছে, তাঁর নাম আব্দুল কাসেম আহমেদ বিলাসিপাড়ার বাসিন্দা তিনি স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, ওই এলাকাতেই একটি গ্রাহক সেবা কেন্দ্র চালাতেন আব্দুল গ্রাহক সেবা কেন্দ্রে আধার কার্ডের জন্য আবেদন করা যেত সেই গ্রাহক সেবা কেন্দ্রে হানা দিয়ে ১৫টি ব্যাঙ্কের এটিএম কার্ড ও ১৫টি পাসবই বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা বেআইনি আর্থিক লেনদেনের জন্য এগুলি ব্যবহার করা হত বলে অনুমান জাকারিয়া নামে এক ব্যক্তির সঙ্গে হাত মিলিয়ে এই অপরাধমূলক কাজকর্ম করতেন আব্দুল এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান

পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ, অসম থেকে গ্রেফতার ১

জাকারিয়া নামে এই ব্যক্তিই ভুয়ো সিমকার্ড চক্রের মাথা বলে মনে করছেন তদন্তকারীরা অন্যদিকে ধৃত আব্দুলকে স্পেশাল টাস্ক ফোর্সের সদর দফতর গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ‘অপারেশন ঘোস্ট সিম’ নামে একটি অভিযান শুরু করে অসমের স্পেশাল টাস্ক ফোর্স এই অভিযানে দেশের বিভিন্নপ্রান্ত থেকে মোট জনকে গ্রেফতার করা হয় অভিযুক্তরা পাকিস্তানি এজেন্টদের সঙ্গে হাত মিলিয়ে ভুয়ো সিম কার্ডের মাধ্যমে প্রতারণা চালাত বলে পুলিশ সূত্রে খবর

 গ্রাহক সেবা কেন্দ্রের আড়ালে জাল সিম কার্ড চক্র, পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ, গ্রেফতার যুবক