শ্রীনগর, ৯ জুন: জম্মুর আর্নিয়া সেক্টরে (Arnia Sector Of Jammu) পাকিস্তানি ড্রোন (Drone) লক্ষ্য গুলি চালাল বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) জওয়ানরা। গুলি চালাতেই ড্রোনটি পাকিস্তানের দিকে ফিরে যায়। আজ ভোর ৪টে ১৫ নাগাদ এই ঘটনা ঘটেছে। বিএসএফ জানিয়েছে, "আর্নিয়া এলাকায় আকাশে জ্বলজ্বলে আলো দেখা যায়। ড্রোন বলে সন্দেহ হওয়াতে সেটিকে লক্ষ্য করে গুলি করা হয়। যার কারণে সেটি পাকিস্তানের দিকে ফিরে যায়। মাটি থেকে ৩০০ মিটার উচ্চতায় উড়ছিল বস্তুটি।"
জম্মু ও কাশ্মীরে পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্র ও মাদক চোরাচালানের একাধিক ঘটনা ঘটেছে। বিএসএফ অতীতে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে এবং সীমান্তের ওপারে সন্ত্রাসবাদী ও তাদের হ্যান্ডলারদের পরিকল্পনা নস্যাৎ করেছে। আরও পড়ুন: Leopard Video: মই বেয়ে উঠে এল কুয়োতে পড়ে যাওয়া চিতাবাঘ! দেখুন ভিডিও
Border Security Force (BSF) troops fired at a drone spotted close to the international border in J&K’s Arnia sector. The drone returned back as soon as the troops fired on it after observing it at around 4.15am: BSF
— ANI (@ANI) June 9, 2022
এর আগে ৭ এবং ১৪ মে পাকিস্তানের দিক থেকে ভারতের দিকে আসা কয়েকটি ড্রোন ধ্বংস করে দেয় বিএসএফ।