Pahalgam Terrorist Attack (Photo Credits: X)

শ্রীনগর, ২২ জুনঃ পহেলগাম সন্ত্রাসী হামলার (Pahalgam Terrorist Attack) তদন্তে বড় সাফল্য অর্জন করল জাতীয় তদন্ত সংস্থা (National Investigation Agency)। বৈসরন উপত্যকায় ২২ এপ্রিল জঙ্গি হামলায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। শুধু তাই নয়, তিন জঙ্গির পরিচয়ও জানতে পেরেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। পহেলগাম হত্যাকাণ্ডের ঠিক দু মাসের মাথায় ঘাপটি মেরে থাকা তিন জঙ্গির পরিচয় তদন্তকারী অফিসারদের সামনে এসেছে।

বৈসরন উপত্যকাকে 'মিনি সুইজারল্যান্ড' বলা হয়। সবুজে ঘেরা পাহাড়ের কোলে কেউ মধুচন্দ্রিমায় এসেছিলেন, কেউবা পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিলেন। সেই মিনি সুইজারল্যান্ডই আচমকা জঙ্গি হামলায় রক্তান্ত হয়ে ওঠে। প্রাণ হারান ২৬ জন নিরপরাধ মানুষ। যাঁদের মধ্যে ২৫ জন পর্যটক এবং এক জন ছিলেন স্থানীয় বাসিন্দা।

এনআইএ জানিয়েছে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম পারভেজ আহমেদ জোথার এবং বশির আহমেদ জোথার। পারভেজের বাড়ি পহেলগামের বাটকোটে। আর বশিরের বাড়ি হিল পার্কে। পহেলগাম হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিদের থাকা, খাওয়া-সহ সমস্তরকম সহায়তা করেছিলেন ওই দুজন। তাঁদের হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।

এনআইএ সূত্রে আরও খবর, ধৃতরা জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং তাঁদের সাহায্য করার বিষয়টি স্বীকার করেছেন। তাঁরাই পহেলগাম হামলায় জড়িত তিন সশস্ত্র সন্ত্রাসীর পরিচয় প্রকাশ করেছেন। নিশ্চিত করেছেন, জঙ্গিরা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য এবং পাকিস্তানি নাগরিক।