জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরে বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকালের হামলার পর তল্লাশি অভিযানও চলছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জম্মু, পুঞ্চ ও শ্রীনগরেও।
মহাসড়ক এবং সংবেদনশীল এলাকায় অতিরিক্ত চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পর্যটন কেন্দ্রগুলির কাছে দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করা হয়েছে। আজ শ্রীনগরে স্থানীয় ফর্মেশন কমান্ডাররা নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এমভি সুচেন্দ্র কুমারকে উপত্যকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন।শ্রীনগর এবং গুলমার্গ এবং সোনামার্গের মতো অন্যান্য পর্যটন স্থানে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। সম্ভাব্য ঘটনা এড়াতে পর্যটকরা যেখানে অবস্থান করছেন সেখানে ছোট, মাঝারি এবং বড় হোটেলগুলির আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
শ্রীনগরে জোরদার করা হল নিরাপত্তাঃ
#WATCH | J&K | Security heightened in Srinagar in wake of the #PahalgamTerroristAttack that took place yesterday pic.twitter.com/10hGI3YhBv
— ANI (@ANI) April 23, 2025
ভ্রমণের মরসুমের শীর্ষে পর্যটকদের লক্ষ্য করে এই হামলা গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে। শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছে যে উদ্ধার এবং শনাক্তকরণ প্রচেষ্টা অব্যাহত থাকায় নিহতদের চূড়ান্ত সংখ্যা সংকলন করা হচ্ছে। বুধবার একদল পর্যটকের পহেলগাম ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু মঙ্গলবারের জঙ্গি হামলার প্রেক্ষিতে এখন তাঁরা দিল্লি ফিরে যাচ্ছেন। দিল্লির একজন পর্যটক সমীর ভরদ্বাজ সংবাদ মাধ্যমকে জানান, "আমরা গত তিন দিন ধরে কাশ্মীরে আছি। আমাদের পহেলগামে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু এখানকার পরিস্থিতি ভালো নয়, তাই আমরা দিল্লির দিকে রওনা দিচ্ছি।"
পহেলগামে জঙ্গি হামলার পর জম্মুতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কঠোর যানবাহন তল্লাশি নিশ্চিত করার জন্য কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে। এদিকে, পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার জনগণ সম্পূর্ণ বনধের ডাক দিয়েছেন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, পুলওয়ামা, উধমপুরেও বনধ ডাকা হয়েছে। শ্রীনগরের লাল চক এদিন সকালে সম্পূর্ণ শুনশান ছিল। চেম্বার অ্যান্ড বার অ্যাসোসিয়েশনও সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছে।
জম্মু ও কাশ্মীর সরকার শ্রীনগর এবং অনন্তনাগে পর্যটকদের জন্য ক্লক ইমার্জেন্সি হেল্প ডেস্ক স্থাপন করেছে। শ্রীনগরের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ হল- 0194-2457543, 0194-2483651 এবং এডিসি শ্রীনগরের হেল্পলাইন হল 7006058623।
অনন্তনাগ জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের হেল্পলাইন হল- 01932222337, 7780885759, 9697982527 এবং 6006365245।