PM Modi meeting at airport (Photo Credit: X@ANI)

২ দিনের সফরে সৌদি আরব গিয়েছিলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi) । গতকাল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর পেয়েই সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরলেন তিনি। বুধবার ভোরেই জেড্ডা থেকে ভারতের উদ্দেশে রওনা দেন। সকালে দিল্লি বিমানবন্দরে নামেন তিনি। দিল্লি বিমানবন্দরেই জম্মু ও কাশ্মীরের  পহেলগামে ঘটে যাওয়া জঙ্গি হামলা নিয়ে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর(EAM Dr S Jaishankar), অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিস্রি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।

দিল্লি বিমানবন্দরে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গতকাল পহেলগেম পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন মারা গিয়েছেন। পর্যটকদের উপর হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) নামে এক জঙ্গি গোষ্ঠী। হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী গতকালই বার্তা দিয়েছিলেন, তিনি বলেন- আমি জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করছি। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আমি প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। তাঁদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। যারা এই জঘন্য কাজের সঙ্গে যুক্ত তাদের রেহাই দেওয়া হবে না! তাদের খারাপ উদ্দেশ্য কখনওই সফল হবে না। সন্ত্রাসবাদ নির্মূল করায় আমাদের অটুট সংকল্প আরও শক্তিশালী হবে।

গতকাল পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর পেয়েই অমিত শাহকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি খতিয়ে দেখতে শাহকে কাশ্মীর যাওয়ার বার্তাও দেন। প্রধানমন্ত্রীর ফোন পেয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন শাহ। তারপরই শ্রীনগর রওনা দেন।মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ শ্রীনগরে নেমে সরাসরি রাজভবনে যান।  সেখানেও অমিত শাহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকের কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দক্ষিণ কাশ্মীরের পহেলগাম জেলার বইসরন উপত্যকা, যেখানে গতকাল হামলার ঘটনার ঘটে সেটি শ্রীনগর সদর দপ্তর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত।

Pahalgam Terrorist Attack, Pahalgam,Terrorist Attack, Jammu and Kashmir, Terrorist, পহেলগাম জঙ্গি হামলা, পহেলগামে জঙ্গি হামলা ,জম্মু কাশ্মীর